বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতা আনু হত্যায় মামলায় পাঁচ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ আগস্ট ২০২৪

বিএনপি নেতা আনু হত্যায় মামলায় পাঁচ আসামি কারাগারে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ আসামিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ আগষ্ট) হত্যা মামলার আসামিদের আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- নূর আলম (৫৫), রোকসানা আক্তার পুতুল (৪৬), সারিদ হোসেন (১৯), কাজল (৩২), জান্নাত আরা জাহান প্রেরণা (২১)।

মামলায় অপর দুই আসামি হলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ (৪২), গোল মোহাম্মদ (৬৫)।

এর আগে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পাশে অবস্থিত একটি বিল্ডিংয়ের লিফটের ফাঁকা অংশ থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিবারের সাত সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।