বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা পাইলট স্কুলে ছাত্রীকে মারধরে তুলকালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৮, ২৮ আগস্ট ২০২৪

ফতুল্লা পাইলট স্কুলে ছাত্রীকে মারধরে তুলকালাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলে এক ছাত্রীকে আওয়ামীলীগ নেতা কর্তৃক মারধরের ঘটনায় ছাত্রছাত্রীর ক্ষোভ প্রকাশে তুলকালাম কান্ড ঘটেছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০ টা থেকে এ ঘটনার শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। 

জানা যায়, স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে অপর এক ছাত্রীর কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ছাত্রীর বাবার আওয়ামীলীগ নেতা মুকুল যিনি আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ লিটনে সহযোগী তিনি এসে অপর ছাত্রী এবং তার সহপাঠী ও মায়েদের গায়ে হাত তোলেন। এতে সকলে ক্ষুব্দ হয়ে উঠে তাকে স্কুলে অবরুদ্ধ করে এর বিচার দাবি করে এবং তার গ্রেপ্তার দাবি করেন। 

পরবর্তীতে অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম স্কুলে এসে ছাত্র ছাত্রীদের বকঝকা করলে তাকেও অবরুদ্ধ করে সকলে। এক পর্যায়ে তাদের গণধোলাই দেয়ার ঘটনাও ঘটে। পরে বিকেল ৪ টায় এ ঘটনার শেষ হয়।