বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে সন্ত্রাসীরা  ছুরিকাঘাত করে হত্যা করেছে  শামীম (১৮)নামের এক গার্মেন্টস শ্রমিক কে।

মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।

নিহত শামীম  ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে।

নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীম সহ তারা তিন বন্ধু গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫/২০জন শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথারী ছুরিকাঘাত করে। এসময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। ওইসময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। এরপর শামীমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।

শামীমের বড় ভাই বাবলু বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।