মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে শ্রমিক অসন্তোষ, আসলাম সানির বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৯, ১২ নভেম্বর ২০২৪

না.গঞ্জে শ্রমিক অসন্তোষ, আসলাম সানির বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিসিক এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। 

এদিকে বেতন পরিশোধ না করায় অবন্তী গার্মেন্টসের মালিক আসলাম সানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কল-কারখানা অধিদপ্তর। 

সোমবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

এসময় বাদশা জানান, জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল শ্রমিকদের সাথে আলোচনা করেছে। বেতন পরিশোধ না করায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কল কারখানা অধিদপ্তর। এসময় তারা শ্রমিকদের আশ্বস্ত করে বলেছেন এই মামলার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের টাকা পাবেন।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় শ্রমিকরা যদি বেতন না পায় তাহলে যে ব্যাবস্থা নেয়া প্রয়োজন সেই ব্যবস্থাই নেয়া হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেছেন।

এর আগে সোমবার সকালে বিসিকে বকেয়া বেতন ভাতার দাবীতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে গার্মেন্টস শ্রমিকরা। এসময় ক্রোণীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেন শ্রমিকরা। 

পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের সদস্যরা আলোচনা শেষে শ্রমিকদের আশ্বস্ত করলে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।