শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সমিতির অফিস দখল করে সম্পাদককে মারধর, সংঘর্ষে আহত-৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০০, ৫ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় সমিতির অফিস দখল করে সম্পাদককে মারধর, সংঘর্ষে আহত-৫

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মার্কেটে সমিতির অফিস দখল করে সাধারন সম্পাদককে মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে সমিতির সদস্যরা এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে সমিতির অন্তত ৫জন সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ভুইগড় শান্তিধারা হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে।

এরআগে মার্কেটে অবস্থিত বাইতুল মোকারম হকার্স কল্যান সমিতির অফিস দখল করে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ এনে ৯ জনের বিরুদ্ধে বুধবার বিকেলে ফতুল্লা থানায় অভিযোগ করেন সমিতির সাধারন সম্পাদক জিয়া হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম, ইমাম হাসান, ইউসুফ পাটোয়ারী, রাজু শাহ, মামুন, আরমান, ইকবাল চৌধুরী, মজিবুর রহমান ও লাল মিয়াসহ তাদের বাহিনীর লোকজন জোর করে শান্তিধারা হকার্স মার্কেট দখল করে দোকান বরাদ্ধ দেয়ার চেষ্টা করছে। বিষয়টি মার্কেটের অন্যান্য দোকানদার অর্থাৎ সমিতির সদস্যরা সমিতির সাধারন সম্পাদক জিয়া হোসেনকে জানালে তিনি জোর দখলকারীদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেলে রফিকুল ইসলাম ও তার লোকজন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সমিতির সাধারন সম্পাদক জিয়া হোসেনসহ সদস্যদের বের করে দিয়ে সমিতির অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। 

বিষয়টি পরদিন বুধবার জিয়া হোসেন ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেন।

জিয়া হোসেন জানান, থানায় অভিযোগ করার পর তাৎক্ষনিক পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার বিকেলে সমিতির সদস্যদের নিয়ে মার্কেটে যাই। এসময় জবর দখলকারীরা দেশীয় অস্ত্র হাতে আমাদের উপর হামলা চালায়। তখন আমার মাথায় কোপ দেয় এবং সদস্যদের অনেককে বেধম মারধর করে। আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা কে কোথায় চিকিৎসা নিয়েছে এখনো জানতে পারিনি।

দখলকারী হিসেবে অভিযুক্ত ইমাম হাসান বলেন, সংঘর্ষ মারধর বা সমিতির অফিস দখলের বিষয় কিছুই জানিনা। সবই মিথ্যা। তবে সংঘর্ষ হয়েছে তা শুনেছি।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, সংঘর্ষে ৪/৫জন আহত হয়েছে শুনছি। এখন পরিস্থিতি শান্ত আছে। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।