শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৯, ৬ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রোকসানা নামে গার্মেন্টস কর্মী এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার মুসলিমনগর হাবুইল্লার ব্রীজ সংলগ্ন মোখলেছুর রহমানের ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা(১৯) পিরোজপুর জেলার নেসারাবাদ থানার পঞ্চবেটি গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, রোকসানা গ্রামের বাড়ি থেকে ফতুল্লা এসে কোন এক ছেলেকে বিয়ে করেন। তবে পরিবারের কেউ জানেনা রোকসানার ওই স্বামীর নাম। যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ির বাড়িওয়ালাও রোকসানার স্বামীর নাম জানেনা। রোকসানা ভাড়াটিয়া বাসায় একাই থাকতো মাঝে মধ্যে তার স্বামী এসে রাতে থেকে সকালে চলে যেতো। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য রোকসানার লাশ শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।