প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে একটি রপ্তানিমুখী কারখানায় কাজে ভুল করায় এক শ্রমিককে ধমক দেয়ায় কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে সকল শ্রমিকরা প্রতিবাদ করছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিসিকে এনআর গ্রুপে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের সূত্রে জানা যায়, একজন সুপারভাইজার কাজে ভুল করেছে এ অজুহাতে তাকে এক কর্মকর্তা ধমক দেন। এ খবর ছড়িয়ে পড়লে একে একে সকল শ্রমিকরা জড়ো হয়ে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সেখানে তারা ওই কর্মকর্তাকে প্রত্যাহার চেয়ে এবং এ ধরনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ জানাচ্ছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, কাজে ভুল করায় এক শ্রমিককে কিছু বলায় ফতুল্লার বিসিকে এনআর গ্রুপে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে প্রতিবাদ করছে শ্রমিকরা। শ্রমিকদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে মালিকপক্ষ। পুলিশও সতর্ক অবস্থানে আছে।