মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ১শ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ১শ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি থেকে ১শ কেজি গাঁজা সহ মোঃ নিক্কন চাঁন ওরফে লিখন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।জ গ্রেপ্তারকৃত নিক্কন চাঁন ওরফে লিখন ফতুল্লা মডেল থানার নয়ামাটি এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন মৃত. দয়াল চাঁনের পুত্র।

এর আগে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মারকাজ মসজিদ সংলগ্ন গ্রেপ্তারকৃতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাজাঁ সহ গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নিক্কন চাঁন ওরফে লিখনকে ১ শ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।