মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় প্রাউড কোম্পানির শ্রমিকদের ১২ দফা দাবিতে আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৯, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০৭, ২ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় প্রাউড কোম্পানির শ্রমিকদের ১২ দফা দাবিতে আন্দোলন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকার প্রাউড কোম্পানির শ্রমিকরা ১২ দফা দাবিতে আন্দোলন করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিসিক এলাকায় মিছিল ও বিক্ষোভ করেন শ্রমিকরা। 

এসময় আন্দোলনকারীদের সাথে আলোচনা শেষে ম্যানেজার নিখিল তাদের সাথে কথা বলেন। এসময় ৯ শতাংশ হারে বাৎসরিক বেতন বৃদ্ধি করে দেয়া হয়। কিন্তু অন্যান্য ভাতা পর্যায়ক্রমে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে বলে জানানো হয়। 

এদিকে গার্মেন্টস শ্রমিকরা এই প্রস্তাব মেনে না নিয়ে পুনরায় রাস্তায় মিছিল নিয়ে বের হল মিছিলে বিসিক এলাকা নিয়ন্ত্রণকারী ৫০-৬০ জনের একটি দল লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে। 

এদিকে সংঘর্ষের পর নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশের ১ টি টহল দল ও ৩ প্লাটুন শিল্প পুলিশ অবস্থান করছে।