
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রসহ দুই সহোদর ভাইকে গণপিটুণী দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (৫ মার্চ) জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- ফতুল্লার রসুলপুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাশেদ আহম্মেদ হৃদয়(২৮) ও রহিম আহম্মেদ শান্ত (৩৫)।
এর আগে গত ৩ মার্চ ফতুল্লার নূরবাগ এলাকার পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা কোন সদুত্তর না দেওয়ায় এলাকার লোকজন তাদেরকে গণপিটুনী দিয়ে ফতুল্লা থানাধীন নূরবাগ এলাকার পুরাতন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জনৈক মামুন মিয়ার নির্মাণাধীন একতলা বিল্ডিংয়ের মধ্যে পিস্তল ও গুলি সহ আটক করে রাখে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, অস্ত্র-গুলি দ্বারা আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হেফাজতে রেখেছিল। উক্ত আসামিরা সহোদর ভাই। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। বেশ কিছুদিন ধরে তাদের নিকট থাকা অবৈধ অস্ত্র দ্বারা এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল।
এঘটনায় ফতুল্লা থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃত আসামিদের নামে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার আইন) এবং মারামারির মামলা রয়েছে।