মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৮২ এতিম শিশুকে নারায়ণগঞ্জ ডিসির ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৩, ১৮ মার্চ ২০২৫

৮২ এতিম শিশুকে নারায়ণগঞ্জ ডিসির ঈদ উপহার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের ৮২ এতিম শিশুদের নতুন পায়জামা-পাঞ্জাবি উপহার দিয়েছেন সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার তিনি শিশুদের মাঝে এই ঈদ উপহার দেন। এদিন নারায়ণগঞ্জের ডিসি শিশুদের সঙ্গে ইফতারের আগে কথা বললেন দীর্ঘক্ষণ। প্রতিটি খাবার টেবিলে ঘুরে ঘুরে সবার সঙ্গেই কুশল বিনিময় করেন।

মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক ও সমাজসেবা অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, আমাদের শিশুদের সঙ্গে জেলা প্রশাসক মহোদয় শুধু ইফতারই করেন নাই, প্রতিটি শিশুর জন্য ঈদের নতুন পোশাক আগেই পাঠিয়ে দিয়েছিলেন। উপহার পেয়ে শিশুদের মাঝে যেন ঈদের আনন্দ বয়ে গিয়েছে ঈদ আসার আগেই। জেলা প্রশাসকের দেওয়া নতুন পায়জামা-পাঞ্জাবি পরেই সবাই ইফতার মাহফিলে উপস্থিত ছিল।

জেলা প্রশাসকের কাছে নিজেদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার জন্য গিটারসহ কিছু সরঞ্জামের আবদার করে মং ক্য চিং নামের একজন এতিম। আলমগীর হোসেন নামের আরেজন এতিম শিশু তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানে কয়েকটি ল্যাপটপ দরকার বলে জানান জেলা প্রশাসককে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাদের সবার আবদারগুলো ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত গিটার এবং কিছু ল্যাপটপ প্রদানের আশ্বাস দেন। একই প্রতিষ্ঠানের সহকারী উপ তত্ত্বাবধায়ক সেলিনা বেগম বলেন, এতিম শিশুদের প্রতি জেলা প্রশাসক স্যারের এত আন্তরিকতা দেখে আমরা সবাই অভিভূত। বিদায়ের পূর্বে তিনি এতিম শিশুদের যেকোনও প্রয়োজনে সরাসরি তাকে জানানোর পরামর্শ দেন।

জেলা প্রশাসক বলেন, এই সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না।

তিনি আরও বলেন, যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে। জেলা প্রশাসক সকলকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহতি আয়োজনে অংশগ্রহণকারী সকলের মধ্যে এক বিশেষ আনন্দের অনুভূতি বিরাজ করছিল, যা ঈদের উৎসব ও পবিত্র রমজানের মহত্ত্বকে আরও অর্থবহ করে তুলেছে।