মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র খুন, ছুরিসহ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৩, ১৯ মার্চ ২০২৫

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র খুন, ছুরিসহ যুবক আটক 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান নামে এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৮টায় ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার দরগাহ বাড়ি মসজিদের সামনে এঘটনা ঘটে।

নিহত জিহাদ (১৭) পটুয়াখালী সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও মাহিনুর বেগমের ছেলে।

আটককৃত আরমান (১৮) ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার আক্তার শেখ ও আলো বেগমের ছেলে।

নিহতের ভাবি সোনিয়া বেগম জানান, জিহাদ সহ স্বপরিবারে তারা পশ্চিম লামাপাড়া এলাকার বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জাহিদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন। তুচ্ছ ঘটনায় একই এলাকার বখাটে আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করেছে। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেয় এবং জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাৎক্ষনিক ঢাকা মেডিকেলে প্রেরন করেন। রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছুরিসহ আরমানকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের কারন জানা যায়নি। কারন জানার চেষ্টা চলছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।