
ফাইল ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নেভাল জেটিতে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল নৌবাহিনীর যুদ্ধ জাহাজ "বানৌজা অতন্দ্র"।
বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নানা শ্রেণি পেশার দর্শনার্থীরা দলবেঁধে জাহাজটি পরিদর্শন করেন। এসময় আগত শিশুদের চকলেট দিয়ে বরণ করে নেন নৌবাহিনীর সদস্যরা। দর্শনার্থীদের যুদ্ধজাহাজ সম্পর্কে বিস্তারিত জানান নৌবাহিনীর কর্মকর্তারা। এছাড়া নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়।
দর্শনার্থীরা জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের খবর পেয়ে তারা দেখতে এসেছেন। জাহাজটি পরিদর্শন করে তারা অনেক কিছু জানতে পেরেছেন।
নৌবাহিনীর জাহাজ বানৌজা অতন্দ্র এর অধিনায়ক কমান্ডার শফিকুর রহমান জানান, এই জাহাজের মাধ্যমে দেশের সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান রোধসহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়। দেশের অর্থনীতিতে নৌবাহিনীর ভূৃমিকা রাখার বিষয়টি তুলে ধরেন তিনি।