
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে ফতুল্লায় মুরাদ হত্যা মামলায় আসামি মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মোঃ মুমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, মুরাদ হত্যা মামলায় আসামি মুরাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামি পলাতক রয়েছে।