শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৫০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৫, ১৭ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে ৫০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে সদর উপজেলার শিবু মার্কেটের একটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির অভিযোগে ৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং দশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ জরিমানা করা হয়।

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শিবু মার্কেটের মেসার্স সামিয়া ট্রেডিং দোকানে পলিথিন বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।