
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আসামি নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।
এর আগে ১৭ এপ্রিল বরিশাল জেলার কোতয়ালী থানার নাজির মহল্লা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি নয়ন (৩০) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মোঃ ফারুকের ছেলে।
এর আগে গত (৭ এপ্রিল) ফতুল্লার গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ এর ঘটনা ঘটে। এঘটনায় পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিমের বিয়ের পূর্বে অভিযুক্ত মাহিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর থেকে বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করত ও কু-প্রস্তাব দিত।
গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।