শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যে কারণে নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির অনন্য উদহারণ মাসদাইর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৪, ১৩ জানুয়ারি ২০২৪

যে কারণে নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির অনন্য উদহারণ মাসদাইর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ স্বাধীনতার পর থেকে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করে রেখে চলেছেন দেশের মধ্যে। এর মধ্যে একাধিক ঘটনা শুধু দেশে নয় বিশ্বের মধ্যেও বিরল।

নারায়ণগঞ্জের মাসদাইরে এরকম একটি অনন্য নজির রয়েছে। যেটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি আর সৌহাদ্যের যে অসাপ্রদায়িক বাংলাদেশের কথা আমরা বলি তার উৎকৃষ্ট উদাহরণ।

এখানে রয়েছে সিটি শ্মশান, খ্রিস্টানদের কবর, মুসলমানদের মসজিদ ও পাশে একটি কবরস্থান, বৌদ্ধদেরও একই স্থান এখানে পাশাপাশি রয়েছে। এটি একটি বিরল দৃশ্য। এটি আসলে ইঙ্গিত দেয় নারায়ণগঞ্জের মানুষ কতটুকু সম্প্রীতি ও সৌহাদ্যে আবদ্ধ।

স্থানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমি এতদিনে এখনো মাঝে মাঝে বিস্ময় মনে করি এটি। আমাদের সকলকেই চলে যেতে হবে একদিন এটি চিরন্তন সত্য। দুনিয়াতে সৎ কিছুই থাকুক মৃত্যুর পর মানুষের আর কিছুই থাকেনা। এখানে আমাদের সম্প্রীতি অনেক। আমাদের মধ্যে ধর্মীয়ভাবে যে কোন হানাহানি নেই এটি এর অনন্য উদাহরণ।