মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদে ঢাকা থেকে ডে লং ট্যুরে ঘুরে আসুন জিন্দাপার্ক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৮, ২৮ মার্চ ২০২৫

ঈদে ঢাকা থেকে ডে লং ট্যুরে ঘুরে আসুন জিন্দাপার্ক

ফাইল ছবি

ঢাকা থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে জিন্দাপার্ক। ঈদের ছুটিতে ডে লং ট্যুরে ঢাকা থেকে চলে যেতে পারেন এ জায়গায়। নারায়ণগঞ্জের দাউদপুর ইউনিয়নে প্রায় ১৫০ একর জমির উপর অবস্থিত এই পার্কটি। মাটির রাস্তা ও চারদিকের সবুজ অরণ্য দেখে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে।

যা দেখবেন

যদিও নারায়ণগঞ্জে দেখার মতো বেশ কিছু স্থান আছে। তবে প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে ঘুরতে যেতে পারেন জিন্দাপার্কে। এখানে একসঙ্গে দেখতে পাবেন সবুজ প্রকৃতি, পাখি, লেক, নৌকা, সাঁকোসহ আরো অনেক কিছু।

গাছপালা

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জিন্দা পার্কে রয়েছে অনেক গাছপালা। প্রায় ২৫০ প্রজাতির গাছ রয়েছে এখানে। পুরো পার্ক জুড়ে রয়েছে প্রায় দশ হাজারের বেশি গাছ।

জলাধার

এই পার্কে গাছপালা এবং পাখপাখালি ছাড়াও আছে বিশাল জলাধার। প্রায় ৫টি জলাধার দিয়ে ঘেরা এই পার্কটি।

নৌকা

জিন্দা পার্কে বিশাল লেকে নৌবিহারেরও ব্যবস্থা রয়েছে। লেকের পাশে ৮টি নৌকা রাখা আছে অতিথিদের জন্য। আপনি চাইলে নৌকা ভ্রমণও করতে পারবেন।

পাখপাখালি

জিন্দাপার্কে রয়েছে অসংখ্য পাখপাখালি যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির খুব নিকটে। কোলাহলপূর্ণ জীবনে পাখির ডাক শুনতে চাইলে অবশ্যই ঘুরে আসবেন পাখপাখালিতে ভরপুর জিন্দা পার্কে।

বসার বেঞ্চ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কে রয়েছে বসার জন্য আছে বেঞ্চের ব্যবস্থা। পুরো পার্কে ঘুরে বেড়ানো ছাড়াও আপনি চাইলে গাছপালার নিচে বেঞ্চে বসে একটু জিরিয়ে নিতে পারবেন।

লাইব্রেরি

বইপোকাদের জন্য এই পার্কে রয়েছে বিশাল লাইব্রেরি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কে বসে আপনি আপনার পছন্দের বইটিও পড়তে পারবেন।

ট্রি হাউস

মনোরম পরিবেশে অবস্থিত এই পার্কে রয়েছে ট্রি হাউস।

পরিবেশবান্ধব সাঁকো

জলাধারের ভেতর ঘুরে বেড়ানোর জন্য এই পার্কে আছে পরিবেশবান্ধব সাঁকো। বিশাল জলাধারে ঘুরে বেড়াতে চাইলে আপনি এই সাঁকো ব্যবহার করতে পারেন।

কীভাবে যাবেন

জিন্দা পার্ক যাওয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর রাস্তা হলো কুড়িল বিশ্বরোডের পুর্বাচল হাইওয়ে। প্রথমে কুড়িল বিশ্বরোড চলে আসুন। ৩০০ ফিট রাস্তার মাথায় লোকাল প্রাইভেট কার, সিএনজি বা লেগুনা দিয়ে কাঞ্চন ব্রিজ যাবেন। কাঞ্চন ব্রিজের আগে বাইপাস মোড়ে গিয়ে লোকাল অটোতে করে জিন্দাপার্ক যেতে ৫ থেকে ১০ মিনিট লাগবে। এছাড়াও কুড়িল ৩০০ ফিট রাস্তা থেকে সিএনজি কিংবা অটোরিক্সা রিজার্ভ করে নিয়েও একেবারে যেতে পারেন। সিএনজি কিংবা অটোরিক্সায় গেলে একটু সময় নিলেও চারপাশের সৌন্দর্য উপভোগ করে যেতে পারবেন।

আবার টঙ্গী থেকে জিন্দা পার্কের দূরত্ব ২৮ কিলোমিটার। আপনি চাইলে ঢাকা থেকে টঙ্গী মীরেরবাজার গিয়ে বাইপাস রাস্তা দিয়েও জিন্দা পার্ক যেতে পারেন।

এছাড়াও চাইলে ঢাকা থেকে কাঁচপুর ব্রীজ পাড় হয়ে ভুলতা যাবেন তারপর বাইপাস হয়ে জিন্দা পার্ক যেতে পারেন। ভুলতা থেকে জিন্দা পার্কের দূরত্ব ১২ কিলোমিটার। এইখানে লোকাল কার, সিএনজি এবং অটো আছে। আপনি চাইলে রিজার্ভ নিয়ে একেবারে পার্কে যেতে পারেন।

প্রবেশ ফি

জিন্দাপার্কে প্রবেশ করতে বড়দের ফি ১০০ টাকা ও শিশুদের ৫০ টাকা। আর পার্কিংয়ের জন্য লাগবে ৫০ টাকা।

কী খাবেন

জিন্দাপার্কের ভেতরে খাবারের সুব্যবস্থা আছে। এখানকার রেস্টুরেন্টে আছে বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা। কম খরচেই খাবারের প্যাকেজগুলোতে আপনি ভাত, ডাল, সবজি, মুরগি, গরু, খাসি ইত্যাদি পাবেন। আর বাইরে থেকে খাবার নিয়ে গেলে প্রবেশ ফি’র সঙ্গে ২৫ টাকা দিতে হবে।