শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কদমরসূল দরগাহে ঈদে মিলাদুন্নবীর মেলা, খাবারের পসরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫০, ২১ অক্টোবর ২০২১

কদমরসূল দরগাহে ঈদে মিলাদুন্নবীর মেলা, খাবারের পসরা

সংগৃহীত

১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতিবছরের মত এবারও দরগাহর সামনে বসেছে মেলা। মেলায় হরেক রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

নিমকি, পিডি, মুড়িমুড়কি, লাড্ডু।

তালের বড়া। 

ডিম পিঠা।

বাতাসা।

ভেল্পুরি। 

হালিম।

লাড্ডু।

হরেক রকমের আচার।

জিলাপি।