শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তরুণ নেতার যে ছবি মনে করায় বিলুপ্তপ্রায় কৈশোর 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৪, ১১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:৩৫, ১১ অক্টোবর ২০২৩

তরুণ নেতার যে ছবি মনে করায় বিলুপ্তপ্রায় কৈশোর 

ফাইল ছবি

একসময় বৃষ্টিতে শিশু কিশোরদের দৌড়ঝাঁপ, খেলাধুলার দৃশ্য ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। শহরের যান্ত্রিক জীবনের ইট পাথরের শৃঙ্খলায় আবদ্ধ বর্তমান প্রজন্মের কাছে বৃষ্টিতে উল্লাস করাটাই যেন অজানা। এরই মাঝে আগামী প্রজন্মের এমন বেশ কয়েকটি ছবি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ছবিগুলো দেখে কোন প্রোফেশনাল ফটোগ্রাফারের তোলা মনে হলেও তুলেছেন একজন রাজনীতিবিদ। আর তাও কোন ক্যামেরায় নয় হাতের মুঠোফোনে।

ছবিগুলো তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যাক্তিগত একাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করেন দিপু যা ছড়িয়ে পড়ে ফেসবুকে।

ছবিগুলো হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী সংগ্রহ করে ছড়িয়ে দেন সামাজিক প্লাটফর্মে। পাশাপাশি লিখেন মনের নানা আবেগের কথাও। এর মাঝে সকলেই ধন্যবাদ জানান ছবিটি তোলা এই নেতাকে।

শুক্রবার (৬ অক্টোবর) দেশের অন্যতম মসজিদ গাউসুল আজম মসজিদের সামনে ছবিগুলো ক্যামেরাবন্দি করেন দিপু।

সেদিন জুমার নামাজের ঠিক আগ মুহুর্তে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় নামাজ পড়তে আসা শিশুদের মসজিদের আাঙিনায় বৃষ্টিতে ভিজে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করতে দেখা যায়। 

এসময় কাছে থেকেই নিজের ফোনের ক্যামেরায় সুন্দর এই মুহুর্তগুলো মোবাইলবন্দি করে ফেলেন দিপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে দিপু বলেন, এভাবেই আমাদের পরবর্তী প্রজন্মও ইসলামের জন্য প্রস্তুত হচ্ছে।