বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কালের সাক্ষী ঐতিহ্যবাহী খিজিরপুর দূর্গ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:১৭, ১৩ জানুয়ারি ২০২৪

কালের সাক্ষী ঐতিহ্যবাহী খিজিরপুর দূর্গ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান শহরের হাজীগঞ্জ দুর্গ যা খিজিরপুর দূর্গ নামেও ব্যাপক পরিচিত। নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত এই জলদুর্গটি।

এ দুর্গটি নির্মাণ করা হয় মুঘল সুবেদার ইসলাম খাঁ'র আমলে। যখন ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করা হয় তখন এখানে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়। যার একটি এই খিজিরপুর দূর্গ।

শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ অবস্থিত। দূর্গটি নদীর বেশ কাছে নির্মিত হয়েছিল। জানা যায়, সেসময় মগ ও পর্তুগিজ জলদস্যুরা আক্রমণ করত। সেই আক্রমন ঠেকাতেই এ দূর্গগুলো নির্মান করা হয়।

বর্তমানে দূর্গটি শহরের বাসিন্দাদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। তবে যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে দূর্গের পরিবেশ দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।

দর্শনার্থীরা জানান, দূর্গটি যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যাবস্থা করলে এটি শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। দেখাশোনার অভাবে দিন দিন এখানে দর্শনার্থীদের আকর্ষণ কমে যাচ্ছে।