বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঐতিহ্যবাহী বোস কেবিন ছিল গোপন চিঠি আদান প্রদানের স্থান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ জানুয়ারি ২০২৪

ঐতিহ্যবাহী বোস কেবিন ছিল গোপন চিঠি আদান প্রদানের স্থান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ইতিহাস সংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন ঘটনার সাথে জড়িত ঐতিহ্যবাহী বোস কেবিন। প্রায় একশত বছর আগে নারায়ণগঞ্জ রেলস্টেশনের অদূরে প্রতিষ্ঠিত হয় বোস কেবিন।

নারায়ণগঞ্জের বিভিন্ন আলোচিত ঘটনাবলি দেশের রাজনীতিসহ নানা ঘটনার সাথে জড়িয়ে আছে বোস কেবিনে স্মৃতি। দেশি বিদেশি বিখ্যাত ব্যাক্তিদের পদচারণার স্মৃতি রয়েছে এই বোস কেবিনে।

ব্রিটিশ বিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলনসহ এমন কোন রাজনৈতিক আন্দোলন সংগ্রাম নেই যার সাথে সম্পৃক্ত নেই এই বেস কেবিন। রাজনৈতিক নেতাদের গোপন চিঠিপত্র আদান প্রদানের অন্যতম জায়গা ছিল এটি। এখনও স্থানীয়দের কাছে এখানকার চা অনেক জনপ্রিয়।

নেতাজী সুভাসচন্দ্র বোসও বোস কেবিনে এসেছিলেন বলে শোনা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার বোস কেবিনে এসেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়।