রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আজ ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০৩, ১ জুলাই ২০২৪

আজ ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

প্রতীকী ছবি

আজ ব্যাংক হলিডে। এদিনে ব্যাংকের লেনদেনসহ বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও।

সোমবার (১ জুলাই) অর্থবছরের শুরুর দিন ব্যাংক হলিডে উপলক্ষ্যে গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন না করলেও নিজস্ব হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক।

১ জুলাই এবং ৩১ ডিসেম্বর হচ্ছে বছরের দুইদিন ব্যাংক হলিডে। এ দুই দিনে ব্যাংকগুলো তাদের লাভ-ক্ষতির হিসাব করে নতুন দিন শুরু করে।

সারা বছরের হিসাব বিবরণী চূড়ান্ত করার বিষয় থাকে, যে কারণে বছরের এই দু’দিন ব্যাংক হলিডে পালিত হয়। এই দুইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে বিবরণী তৈরি করা হয়। এর মাধ্যমে বছরের হিসাব ক্লোজ করা হয়। যদিও নিরীক্ষিত বার্ষিক বিবরণী চূড়ান্ত করতে অনেক সময় লাগে।

ব্যাংকাররা জানান, ব্যাংকগুলো ৩০ জুন ভিত্তিক অর্ধবার্ষিক আর্থিক হিসাব বিবরণী এবং ৩১ ডিসেম্বর ভিত্তিক বার্ষিক আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করে।