বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্দোলনে পোশাক খাতের তরুণ ৪৮ ব্যবসায়ীর সংহতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫০, ৩ আগস্ট ২০২৪

আন্দোলনে পোশাক খাতের তরুণ ৪৮ ব্যবসায়ীর সংহতি

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী।

শনিবার (৩ আগস্ট) বিকেল এক বিবৃতিতে তারা এ সংহতির প্রকাশ করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন:
১. ফজলে শামীম এহসান, ব্যবস্থাপনা পরিচালক, এরাফ কম্পোজিট লিমিটেড
২. শামস মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, সাশা ডেনিমস লিমিটেড
৩. আবরার হোসেন সায়েম, পরিচালক, সায়েম ফ্যাশনস
৪. আল শাহরিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, আডজি ট্রিমস লিমিটেড
৫. হাসিন আহমেদ, পরিচালক, এমবি নিট
৬. রাফী মাহমুদ, পরিচালক, মাহমুদ ডেনিমস
৭. সাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্রডওয়ে ইনকরপোরেশন
৮. আবরার আলম খান, পরিচালক, অ্যাস্ট্রোটেক্স গ্রুপ
৯. এম এহসানুল হক, পরিচালক, নিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১০. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আনাম গার্মেন্টস লিমিটেড
১১. লিথি মুনতাহা মহিউদ্দিন, পরিচালক, লিথি গ্রুপ
১২. জারীন রশিদ, পরিচালক, টিআরজেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১৩. কাজী ফাহাদ, ব্যবস্থাপনা পরিচালক, কাজী অ্যাকসেসরিজ
১৪. আকিব জাফরী শরীফ, পরিচালক, নর্দান তসরিফা গ্রুপ
১৫. রামিজে খালিদ ইসলাম, পরিচালক, রেনাই গ্রুপ
১৬. আজফার অঙ্কন হাসান, পরিচালক, জায়ান্ট গ্রুপ
১৭. সিফাত ইশতি, ব্যবস্থাপনা পরিচালক, টেক্সটালিয়া লিমিটেড
১৮. রিমনুল আলম সাদী, পরিচালক, ওল্ড টাউন ফ্যাশনস লিমিটেড
১৯. ফারজাদ ইসলাম অন্তর, ব্যবস্থাপনা পরিচালক, প্লাটিনাম সোর্সিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড
২০. অভী বড়ুয়া চৌধুরী, নির্বাহী পরিচালক, জ্যামস ডিজাইন লিমিটেড
২১. মো. জুয়েল রানা, ব্যবস্থাপনা পরিচালক, মেট্রিক্স অ্যাপারেল
২২. নিয়াজ রহমান সাকিব, পরিচালক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
২৩. আহমেদ নাবিদ ইমতিয়াজ, পরিচালক, আন্দালিব টেক্সটাইলস মিলস
২৪. লাবিবুর রহমান মালেক, পরিচালক, মডার্ন
২৫. নাঈমুল হাসান নাঈম, পরিচালক, অ্যাবলুম ডিজাইন লিমিটেড
২৬. রাজেশ সাহা, পরিচালক, রোজ সোয়েটারস লিমিটেড
২৭. আনিকা বুশরা রাফা, পরিচালক, একেএইচ গ্রুপ
২৮. ফজলে হোসেন আলিফ, লাম মিম অ্যাপারেলস
২৯. জহীর আহমেদ শাহ, আহমেদ স্পিনিং লিমিটেড
৩০. আশিকুল হক, আশিক টেক্সটাইলস লিমিটেড
৩১. ওমর চৌধুরী, বঙ্গ গার্মেন্টস
৩২. ইরফানুল হক, পরিচালক, ফতুল্লা ফেব্রিকস
৩৩. তানজিলা করিম, পরিচালক, ওডেল গ্রুপ
৩৪. তাসনিম সাদেক, পরিচালক, রোশাওয়া স্পিনিং
৩৫. জুবায়ের হোসেন আসিফ, পরিচালক, রোজ গার্ডেন অ্যাপারেল
৩৬. মোহাম্মদ ইকবাল হাসান, পরিচালক, ফেয়ার অ্যাপারেলস লিমিটেড
৩৭. তানভীর কাশেম, পরিচালক, একেএইচ গ্রুপ
৩৮. ওয়ায়েজা মাসনুন, পরিচালক, ক্লিফটন গ্রুপ
৩৯. আবরার রশিদ, সাত্তার টেক্সটাইল লিমিটেড
৪০. শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, রিহাশ অ্যাকসেসরিজ অ্যান্ড সোর্সিং লিমিটেড
৪১. আরশাদ রহমান, পরিচালক, ফ্যারেল ফ্যাশনস লিমিটেড
৪২. সুবায়েল সরওয়ার, পরিচালক, বিউটিফুল জ্যাকেটস লিমিটেড
৪৩. রাতুল দাস, পরিচালক, প্যারামাউন্ট গ্রুপ
৪৪. অপূর্ব সাহা, পরিচালক, পিএন কম্পোজিট লিমিটেড
৪৫. ফারহান আহমেদ, পরিচালক, প্যাকম্যান বাংলাদেশ লিমিটেড
৪৬. আয়েশা শেফা, পরিচালক, সিমকো স্পিনিং লিমিটেড
৪৭. জোবায়ের তানসিম আহমেদ, পরিচালক, শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড
৪৮. রাফিদ খান, পরিচালক, অ্যাসুরেন্স মনি গ্রুপ।

বিবৃতিতে এ সব উদ্যোক্তা বলেন,  ‘ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য হিসেবে আমরা নীরবে দাঁড়িয়ে থেকে এটা দেখতে পারি না যে, নিরপরাধ জীবনের ক্ষতি হচ্ছে ও মানুষের দাবি শোনা হচ্ছে না। ’

‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে, সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে। ’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘যারা জীবন হারিয়েছেন এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায়বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি। ’