শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিল্পকে ধরে রাখতে আমরা সবাই মিলে কাজ করছি : কাজী মনির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ২৭ আগস্ট ২০২৪

শিল্পকে ধরে রাখতে আমরা সবাই মিলে কাজ করছি : কাজী মনির

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যাবসায়ী সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, শিল্পকে ধরে রাখতে আমরা সবাই মিলে কাজ করছি। এ শিল্প কারখানাগুলোকে সচল রাখতে আমরা কাজ করছি, কাজ করে যাবো। আমাদের ভিন্নমত থাকতে পারে তবে ব্যাবসায় ভিন্নমত নেই।

মঙ্গলবার (২৭ আগষ্ট) বিজিএমইএ নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি বলেন, এ সংগঠনে যারাই দায়িত্বে আছে তারা সবাই অভিজ্ঞ। এ দুঃসময় পার করতে আমরা সবাই মিলে কাজ করবো।

তিনি আরো বলেন, আমরা সবাই একসাথে কাজ করবো। এর মধ্যে শিল্পের স্বার্থে কোন এডজাস্টমেন্ট করতে হলে আমরা করবো। এই অর্থনীতিকে সচল রাখতে যা করার দরকার সবটাই আমরা করবো।