
ফাইল ছবি
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আয়োজিত 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট' সম্মেলনের আজ দ্বিতীয় তিন। বিদেশি বিনিয়োগকারীরা আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) আসে ৩৬ জনের একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে। পরবর্তীতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ।
সিঙ্গারের তৈরি রেফ্রিজারেটর। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
বেজার পক্ষ থেকে জানানো হয় বর্তমানে সেখানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নামে প্রতিষ্ঠানটি এখানে কাজ করছে। সিঙ্গারের এই কারখানাটি প্রতি মাসে ৫০ হাজার ইউনিট রেফ্রিজারেটর এবং ২০ হাজার ইউনিট টেলিভিশন তৈরি করছে।
এছাড়া আরো আটটি প্রতিষ্ঠান চারটি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদনে আসার লক্ষ্যে অবকাঠামো নির্মাণ কাজ চলছে।
সব মিলিয়ে প্রায় বিশটি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছে।
এছাড়াও এখানে নতুন বিনিয়োগের লক্ষ্যে একটি এমওই সাইন হয়েছে। সুইডিশ কোম্পানি নিলর্নস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কুইউম, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সাথে অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।