শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৩, ৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা

ফাইল ছবি

চীন, জাপান, সৌদি, যুক্তরাষ্ট্রসহ ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএসইজেড এ আসে প্রতিনিধি দলটি। তারা সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ খতিয়ে দেখছেন ।

এ দলে রয়েছেন চীনের ১০ জন, যুক্তরাষ্ট্রের ৮, জাপানের ৩, সৌদি আরবের ৩, প্রবাসী বাংলাদেশী ৮জনসহ ৩৬ জন।

শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নিচ্ছেন। খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

এদিকে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট নিয়েছে। এ বিষয়ে এটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সুইডিশ এই কোম্পানির সাথে বাংলাদেশের বিনিয়োগে শুভ সূচনা হয়েছে। দিনভর ইকোনমিক জোন ঘুরে দেখবেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’। চারদিনব্যাপী এই সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের পূর্বাপর।

৯ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ -এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।