শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোলাস্তার শো রুমের উদ্বোধনীতে ক্রেতাদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৬, ২৯ নভেম্বর ২০২১

আপডেট: ০৫:১২, ২৯ নভেম্বর ২০২১

সোলাস্তার শো রুমের উদ্বোধনীতে ক্রেতাদের ভিড়

সোলাস্তা শো-রুম

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া নূর মসজিদের পাশে একটি অভিজাত পোশাক শিল্প প্রতিষ্ঠান সোলাস্তার শো-রুমের উদ্বোধন করা হয়েছে।


রোববার ২৮ নভেম্বর দুপুর ১২ টায় উদ্বোধনের পর বিকাল ৫টা পর থেকে সোলাস্তার শোরুমে ক্রেতাদের আগমন ঘটে। এতে ব্যাপক পরিমাণ নারী পুরুষ তরুণ-তরুণীরা শিশু জামা কাপড়ের সমাহারে প্রশংসা কুড়ায়। নারীদের শাড়ি তরুণীদের সালোয়ার-কামিজ আবায়া ছেলেদের শার্ট প্যান্ট পাঞ্জাবী কুর্তি শিশু বাচ্চাদের জামা কাপড় প্যান্ট শার্ট এবং মেয়েদের ড্রেস জুতা সেন্ডেল ব্যাল্ট ব্যাপক বিক্রি হয়।



সোলাস্তা শোরুমের ম্যানেজার জানান, ক্রেতাদের বিপুল পরিমান সাড়া পাওয়া গেছে। সন্ধ্যা ৫ টা হইতে রাত ৯ টা পর্যন্ত একটানা শো-রুমে ব্যাপক ভিড় ছিল এবং বিক্রিও অনেক হয়েছে।

আমরা আশাবাদী নারায়ণগঞ্জের মানুষ সোলাস্তার পোশাক সামগ্রি সাদরে গ্রহণ করেছেন। তাই আমরা আনন্দিত, দোয়া করবেন যেন আগামীতে আমরা ক্রেতাদের মানসম্পন্ন কাপড় এবং সমস্ত ধরনের পোশাক তাদের কাছে তুলে ধরতে পারি। নারায়ণগঞ্জবাসীকে আমাদের এই সোলাস্তার পোশাক গ্রহণ করতে ও আমাদের শো রুম ঘুরে যেতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।