মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ১৬ টি লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৬, ১৭ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে ১৬ টি লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ১৬ টি লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

বুধবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান। 

বন্ধের তালিকায় থাকা হাসপাতালগুলো হলো- ২,নবাব সলিমুল্লা রোডের নারায়ণগঞ্জ ডায়বেটিক হাসপাতাল ইউনিট, পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকার নারায়ণগঞ্জ ডায়বেটিক হাসপাতাল, প্রেসিডেন্ট রোডের স্টার লাইফ হাসপাতাল, মজিদ খানপুরের আয়শা জেনারেল হসপিটাল এন্ড ল্যাব, ফতুল্লার আদর্শনগরের রোগ মুক্তি মেডিকেল সেন্টার, রূপগঞ্জের ভুলতার ভুলতা আপোলো হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার, পশ্চিম দেওভোগের এনসিসি, এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার, সোনারগাঁয়ের বারদীর মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তার অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এন্ড হেলথ সার্ভিসেস, রূপগঞ্জের বরপার মক্কা ল্যাব এন্ড ডায়গনস্টিক সেন্টার, সিদ্ধিরগঞ্জের মনোরমা জেনারেল হসপিটাল এন্ড অর্থোপেডিক সেন্টার, সোনারগাঁয়ের সোনারগাঁও ডায়াবেটিক হাসপাতাল, রূপগঞ্জের সিপিএইচডি নারায়ণগঞ্জ হেলথ কেয়ারি লি, আড়াইহাজারের আড়াইহাজার ডায়াবেটিক হাসপাতাল, সোনারগাঁয়ের পানাম নগর চক্ষু হাসপাতাল, খানপুর মেইন রোডের ইমন ডায়গনস্টিক সেন্টার।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এসব হাসপাতালের আগে থেকে লাইন্সেন্স নেই এবং একাধিকবার অভিযানও চালানো হয়েছে। এই ১৬ টি হাসপাতাল ছাড়াও আরো অন্তত অর্ধশতাধিক প্রতিষ্ঠান রয়েছে যাদের কোন লাইসেন্স না থাকলেও নানাভাবে তারা প্রতিষ্ঠান চালু রাখছেন।