মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে একদিনে করোনা শনাক্ত ৭০ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২১

না.গঞ্জে একদিনে করোনা শনাক্ত ৭০ জন

শনাক্তের হার ৯.২৬

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ জন।  নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৯.২৬ শতাংশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিলসার্জন কর্তৃপক্ষ। 

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৭৫৬ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২৫ হাজার ৪২৪ জন এবং এপর্যন্ত মারা গেছেন ৩১৯ জন। 

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৬, রুপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় ১৪, সোনারগাঁ উপজেলায় ১০ জন শনাক্ত হয়েছেন। 

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ০৬৫ জন।