সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৮ জুন দেশে ফিরছেন জাইমা রহমান!

প্রকাশিত: ০০:১০, ২১ মার্চ ২০২৩

আপডেট: ০০:২৪, ২১ মার্চ ২০২৩

২৮ জুন দেশে ফিরছেন জাইমা রহমান!

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

তার নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডিতে এ ঘোষণা দেয়া হয়। তবে এটি তিনি বা তার পরিবারের কেউ ব্যবহার করেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

জাইমা রহমান নামে আইডিটি থেকে গতকাল দেশে ফেরার এ ঘোষণা দিয়ে একটি পোস্ট করা হয়।

এতে লেখা হয়, জুন মাসের ২৮ তারিখে বাংলাদেশ আসতাছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। বিজয় আসবেই আমাদের ইনশাআল্লাহ।

এদিকে আইডিটি থেকে দেয়া পোস্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা মন্তব্য করেছেন। এছাড়াও বিভিন্ন মানুষ ও অন্যান্য দলের সমর্থকদের নানা মন্তব্যও রয়েছে পোস্টটিতে।