বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকায় উচ্ছেদের প্রস্তুতি তিতাসের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৫ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকায় উচ্ছেদের প্রস্তুতি তিতাসের

ফাইল ছবি

২০২৩ সালের জানুয়ারি থেকে ছয়টি কোম্পানির উৎস পয়েন্টে মিটার বসিয়ে গ্যাস গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জননেন্দ্র নাথ সরকার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজারে তিতাস গ্যাসের কার্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, “জিটিসিএল (গ্যাস বিতরণ কোম্পানি) ৬৪টি পয়েন্টে ছয়টি বিতরণ কোম্পানিকে গ্যাস দিচ্ছে। প্রতিটি জায়গায় মিটার বসানো আছে। এই ক্ষেত্রে জিটিসিএলের কিছু সিস্টেম লস দেখা যাচ্ছে। আমরা সেটাকে কমিয়ে আনার চেষ্টা করছি।”

তিতাসকে এখন অঞ্চলভিত্তিক মিটার বসাতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ফলে ওই অঞ্চলে কোনো অনিয়ম হলে সেটা ধরা পড়বে।

“কিছুদিন আগে গজারিয়ায় মিটারিংয়ে ধরা পড়ল যে, সেখানে ৪০ শতাংশ সিস্টেম লস। তিতাস এখন প্রতিটি এলাকায় মনিটরিং করে দেখছে কোন এলাকায় বেশি সিস্টেম লস। অনেক রকম চাপ থাকার পরও আমরা শক্ত ছিলাম। অবশেষে গজারিয়ার সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে।

“এখন যেখানে বেশি সিস্টেম লস দেখব, তখনই বুঝে ফেলব যে ওখানে উচ্ছেদ করতে হবে। এখন নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকায় উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছি।”