রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্মাইল নারায়ণগঞ্জ শাখার নিরবে বই পড়া কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩

স্মাইল নারায়ণগঞ্জ শাখার নিরবে বই পড়া কার্যক্রম

নীরবে পই পড়া কার্যক্রম

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল নারায়ণগঞ্জের উদ্যোগে নীরবে পই পড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শহরের জল্লারপাড় লেকের ধারে বই পড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এসময় তরুণ তরুণীদের বই হাতে বসে থাকতে দেখা যায় লেকের পাড়ে। 

এসময় স্মাইল নারায়ণগঞ্জ শাখার সদস্য মো: সাকিব প্রধান জানান, লেকের ধারের গাছের ডগার কচি পাতায় যখন পড়ন্ত বিকাল, হালকা মৃদু বাতাস, আর কৃষ্ণচূড়া গাছের শুকনো বাদামি পাতা ঝরে পড়ার ক্ষীণ আওয়াজে বিচলিত। এই তৃপ্তিপ্রদ পরিবেশে পাশের গাছের ছায়ায় নরম ঘাসের ওপর যদি শুয়ে-বসে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা একদল তরুণ-তরুণীকে বইয়ে বুঁদ হয়ে থাকতে দেখেন আপনি কি খুব অবাক হবেন?

অবাক হওয়ারই কথা এমন চিত্র তো ঢাকা শহরে সচরাচর চোখে পড়ে না। ভারতের বেঙ্গালুরুর কার্বন পার্কে প্রথম শুরু হয় সাইলেন্ট রিডিংয়ের ভাবনাটি। যেখানে অগণিত বইপ্রেমী মানুষ কর্মব্যস্ত জীবনের ক্লান্তি থেকে নিজের আত্মাকে একটু ফুরসত দিতে সপ্তাহের বিশেষ কোনো দিনে জড়ো হন পার্কে। সেখানে কথাবার্তা সব চলে চোখ আর আঙুলের ইশারায়, উদ্দেশ্য তাদের বই পড়া এবং অন্যকে বিরক্ত না করা। ঠিক তেমনি ঢাকাতেও শুরু করেন একটা স্বেচ্ছাসেবী সংগঠন। সেই থেকে অনুপ্রেরণা নিয়েই স্মাইল নারায়ণগঞ্জ শাখা আয়োজন করে নিরবে বই পড়া কার্যক্রম। টানা ২ ঘণ্টা প্রকৃতির শান্ত পরিবেশে বই পড়ে ফুরফুরে চিত্তে বাড়ি ফেরেন তারা, এই ছোট্ট কাজটি তাদের সারা সপ্তাহের যান্ত্রিক জীবনে কর্মশক্তি জোগায়। 

ধুলোবালি ঝাড়া বইগুলো নিয়ে আপনি ও আসুন না একদিন। চলুন আমরা সবাই মিলে অংশগ্রহণ করি নীরবে-নিভৃতে বই পড়ার এই চমৎকার কর্মসূচিতে।

এসময় সাকিবের পক্ষ থেকে তার লেখা নীড় হারা পাখি বইটি সবাইকে উপহার সরূপ দেয়া হয়।