ভূমিকম্পে রাস্তায় অবস্থান নেয় মানুষ
নারায়ণগঞ্জে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় ভূমিকম্পে আতংকে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় এসে অবস্থান নেন মানুষজন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প সৃষ্টি হয়।
রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।