অর্থদন্ড
নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের অভিযানে ঐতিহ্যবাহী রেস্তোরা বোস কেবিনসহ ৩ রেস্তোরাকে অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শহরের ২নং রেল গেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি জানান, অভিযান পরিচালনার সময় নোংরা পচা-বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় বোস কেবিনকে ১০ হাজার টাকা, ৩৭ ধারায় সুমাইয়া বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা ও ৪৩ ধারায় আনন্দ রেস্তোরাকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এসময় নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক সোহেল আকতার ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।