বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চেনা বেদখল সড়কের অচেনা রূপ!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪

চেনা বেদখল সড়কের অচেনা রূপ!

মীর জুমলা সড়ক

নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের পাশে নারায়ণগঞ্জের ক্লাবের পাশের গলির সড়কটির নাম মীর জুমলা সড়ক। এ সড়কটি যানবাহন ও মানুষের চলাচলের জন্য হলেও বছরের কোন সময় এ সড়কে পা ফেলার মত যায়গা থাকেনা অস্থায়ী মাছ ও বাজারের দোকানিদের অবৈধভাবে বসার কারণে। 

সেই চিরচেনা ব্যস্ত সড়ক এখন একেবারে ফাঁকা, যা নগরবাসীর কাছে পুরদস্তর অচেনা। এ সড়ক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। 

তবে অস্থায়ীভাবে বসা মাছ ও বাজারের সবজি বিক্রেতাদের দাবি, তাদের বাজারের ভেতর কিংবা পাশে একটি স্থান বরাদ্দ দেয়ার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মীর জুমলা সড়ক ঘুরে দেখা গেছে, পুরো সড়ক একদম ফাঁকা। সড়কের কোথাও নেই কোন অস্থায়ী দোকান। যেসব আড়তের দোকানিরা দোকানের বাইরে সড়ক জুড়ে নিজেদের মালামাল ছড়িয়ে রাখতেন তারাও দোকানের ভেতর নিজেদের মালামাল গুটিয়ে নিয়েছেন। এতে করে একটা বাজার মনে হওয়া সড়কটি এখন চলাচলের উপযুক্ত সড়কে পরিনত হয়েছে।

এর আগে ঈদের ছুটিরেও পুরো নগরী ফাঁকা হলেও এই সড়কটি দখল অবস্থায় থাকতে দেখা যেত। এখন আর তা নেই। 

এ সড়কের পাশে আলুর আড়তদার জোবায়েদ জানান, এমন ফাঁকা সড়ক আগে দেখা যায়নি। সকাল থেকে সদর থানা পুলিশ এখানে এসে তদারকি করে। এখানে মূলত অর্থের বিনিময়ে একটি চক্র এসব দোকান বসিয়ে নিয়ন্ত্রণ করতো বলে জানা যায়। তবে এখন একেবারে অচেনা রূপে ফিরলেও এটিই এই সড়কের প্রকৃত রূপ।