শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ঈদে কারাবন্দিদের ঈদের নামাজ আদায়, বিশেষ খাবার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৬, ১৭ জুন ২০২৪

নারায়ণগঞ্জে ঈদে কারাবন্দিদের ঈদের নামাজ আদায়, বিশেষ খাবার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিরা ঈদ উপলক্ষ্যে কারাঅভ্যন্তরে ঈদের নামাজ আদায় করেছেন। বন্দিদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ খাবারের ব্যবস্থাও করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (১৭ জুন) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানান।

জেলা কারাগারে বর্তমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হিসেবে বন্দি রয়েছেন ১ হাজার ২৬০ জন। এবার ঈদে কোন রাজনৈতিক বিশেষ বন্দি নেই।

বিশেষ খাবারের মধ্যে ঈদের দিন সকালে বন্দিদের পায়েস মুড়ি, দুপুরে পোলাও, মুরগির মাংস, গরুর মাংস (যারা গরুর মাংস খায়না তাদের জন্য ছাগলের মাংস), সালাদ, কোমল পানীয়, রাতে ভাত, আলুর দম ও ডালের ব্যবস্থা করা হয়েছে।

ঈদ উপলক্ষ্যে সকাল সাড়ে ৮ টায় কারা অভ্যন্তরে কারারক্ষীদের ও বন্দিদের নিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন জানান, ঈদের দিন আমরা বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছি। কারা অভ্যন্তরে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছিল। ঈদের দ্বিতীয় দিন বন্দিদের স্বজনদের সাক্ষাৎ ও বাড়ি থেকে রান্না করা খাবার তারা বন্দিদেরদিতে পারবেন। ঈদের দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের চিন্তা ভাবনা আছে আমাদের।