ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবাগত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জের অন্যতম সমস্যা হলো ট্রাফিক ও পানির সমস্যা। আমরা সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছি কী করা যায় এবং এ সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজন সবার সহযোগিতা।
মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কামরুজ্জামান এমন মনোভাব ব্যক্ত করেন। এ সময় তিনি সিটি করপোরেশনের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
এএইচএম কামরুজ্জামান বলেন, সিটি করপোরেশন একটি সেবাদানকারী সংস্থা। আমাদের প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা। কোনোভাবেই চাই না এই সেবা থেকে নাগরিকরা বঞ্চিত হোক কিংবা সেবা বাধাগ্রস্ত হোক। যেহেতু অনেক কাউন্সিলরই অনুপস্থিত, তাই কর্মকর্তাদের মাধ্যমে সেই সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করা হবে।