বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রস্তুত নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবকরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩২, ২২ আগস্ট ২০২৪

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রস্তুত নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবকরা

ফাইল ছবি

নোয়াখালী ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবকরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ও তাদের উদ্ধারকাজে সহায়তা করতে প্রস্তুতি নিচ্ছে। 

ইতোমধ্যে বন্যার্তদের জন্য শুকনা খাবার সংগ্রহ, বস্ত্র, ঔষধপত্রসহ বিভিন্ন জরুরি সামগ্রী সংগ্রহ করে বিভিন্ন গ্রুপ প্রস্তুতি নিতে শুরু করেছে। এছাড়াও দুস্থদের সহায়তায় বিভিন্ন জায়গায় জনসাধারণের কাছ থেকে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করছেন।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা ঘুরে ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। 

আজ রাতে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের কয়েকটি এলাকার স্বেচ্ছাসেবকরা নোয়াখালী ও ফেনী অঞ্চলের দিকে রওয়ানা হবে বলে জানিয়েছেন তারা। 

এসময় নিজ নিজ অবস্থান থেকে যে যার যার সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। 

এসময় প্রশাসনকে ছাত্র ও স্বেচ্ছাসেবকরা আহ্বান জানিয়ে বলেন, আমাদের লোকবল প্রস্তুত আছে। নারায়ণগঞ্জে কারো স্পিডবোট ডক ইয়ার্ডের ট্রলার বিআইডব্লিউটির কোন জাহাজ কোস্ট গার্ডের কোন ট্রলার বা ওয়াটার বাস থাকলে আমাদের প্রদান করে সহায়তা করতে পারেন। ইনশাল্লাহ আমাদের এখান থেকে বিপুলসংখ্যক লোক যাবে।