বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে চাকরি স্থায়ী করনের দাবীতে নাসিকের কর্মচারীদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ২৫ আগস্ট ২০২৪

না.গঞ্জে চাকরি স্থায়ী করনের দাবীতে নাসিকের কর্মচারীদের বিক্ষোভ 

অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জে চাকরি রাজস্ব ভুক্ত ও স্থায়ী করনের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী ও কর্মকর্তারা। 

এসময় সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

রোববার (২৫ আগষ্ট) নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় আন্দোলনকারীরা জানান, এসকল অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই বিগত ৮/১০ বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছি। সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তাদের চেয়ে আমাদের পরিশ্রম কোন অংশে কম না, সে তুলনায় বেতন অতি নগন্য। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই স্বল্প বেতনে চলা বেশ মুশকিল। তাই আমরা চাকরি রাজস্ব ভুক্ত ও স্থায়ী করার দাবী জানাচ্ছি।