প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে জেলার বিভিন্ন থানাসহ বিভিন্ন জায়গা হতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
মঙ্গলবার (২৭ আগষ্ট) এ নির্দেশনা জারি করা হয়।
এসময় পুলিশ জানায়, এরই মধ্যে লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় আগামী ৩ সেপ্টেম্বর লুট করা অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এ সময়ের মধ্যে অস্ত্র থানায় জমা না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।