মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ৩১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ও পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনী শুরু হয়। 

এদিকে প্রদর্শনীকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে ভিড় করেন। সকলেই উৎসাহ নিয়ে এক মাস আগের আন্দোলনের সৃতিচারণ করেন।

প্রদর্শনীতে আসা আরশিয়া নামে এক ছাত্রী জানান, আমাদের সেই দিনগুলো ছিল খুবই ভয়াবহ। আজ যদি এই স্বৈরাচার খুনিদের আমরা সরাতে না পারতাম হয়তো এই নারায়ণগঞ্জ আমাদের জন্য মৃত্যুপুরি হয়ে যেত। এই শহরের বুকে আমাদের উপর আঘাত করা হয়েছিল। আমরা যারা বেঁচে আছি তারা এই পরিবারগুলোর জন্য হয়তো শোক প্রকাশ করতে পারি কিন্তু আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবার জানে তারা কি হারিয়েছেন।