মানববন্ধন
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী উত্তর ও দক্ষিণ বাগানবাসীকে পুনর্বাসন করার ও ক্ষতিপূরণ দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বিএনপি নেতা ও স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, কুমুদিনীর বাগান এলাকায় শত বছরের বেশি সময় ধরে এই লোকগুলো বসবাস করে আসছে। তাই এদের উচ্ছেদ করা যাবে না বরং পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে। পাশাপাশি যারা এঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার দাবী জানাই।
এসময় মানববন্ধনে এালাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।