বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

|

আশ্বিন ৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের ময়লা অপসারণ দলকে মারধর, ময়লা অপসারণ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নাসিকের ময়লা অপসারণ দলকে মারধর, ময়লা অপসারণ বন্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় আতংকে ময়লা অপসারণ বন্ধ রেখেছেন অপসারণকারীরা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়লা অপসারণকারী দলের সাথে এ নিয়ে বৈঠকে বসে তাদের আতংক কাটিয়ে ময়লা অপসারণ করতে বলেন নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন। 

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) ময়লা অপসারণ করতে গেলে আলামিন নগর এলাকায় নাসিকের ডাম্পিংয়ে ময়লা ফেলার সময় ময়লা বহনকারী গাড়ির তিন চালক ও এক সহকারীকে মারধর করেন এলাকার কিছু লোকজন। তাদের মারধরে ফিরোজ নামে এক চালক গুরুত্বর আহত হন। এ ঘটনায় আতংকিত অপসারণকারীরা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন। 

আহতরা হলেন- ড্রাইভার ফিরোজ, জহির, সাকিব ও ট্রাকের সহকারী একজন।

নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, আলামিন নগর এলাকায় ময়লা ফেলতে গেলে আমাদের তিন চারজনকে মারধর করেছে কিছু লোক। একজনের অবস্থা খারাপ। তারা আতংকিত ছিল, আমি তাদের সাথে কথা বলে কাজে ফিরাচ্ছি। ময়লা অপসারণ বন্ধ তো রাখা যাবেনা, একটা বিকল্প ব্যবস্থা করছি ময়লা অপসারণ করার। আজ থেকেই ময়লা অপসারণ হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ হামলায় যারা জড়িত ছবি দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।