শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাষ্ট্রকে গড়তে হলে সোনার মানুষ চাই : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ৫ অক্টোবর ২০২৪

আপডেট: ০০:০৫, ৫ অক্টোবর ২০২৪

রাষ্ট্রকে গড়তে হলে সোনার মানুষ চাই : ডিসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, রাষ্ট্র গড়তে হলে সোনার মানুষ চাই আর সেই সোনার মানুষ গড়ার কারিগর হলেন ইমাম ও শিক্ষকগণ। 

শুক্রবার (৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সাথে গণশিক্ষা কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের ডিসি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ঘুষ খেয়ে দুর্নীতি করে মানুষের উপর অত্যাচার করে যে ধন সম্পদ অর্জন করে সে সম্পদ মানুষ খেতে পারে না, যেটার বাস্তব উদাহরণ আমাদের বর্তমান প্রেক্ষাপট। অনেকে অল্প সময় শত শত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে পরবর্তীতে দেখা যায় তারা নিজেদের বাড়িতেই থাকতে পারেনা, পালিয়ে বেড়াতে হয়। 

তিনি বলেন যে,  শিশু বয়সে আপনারা বাচ্চাদেরকে যে নৈতিক শিক্ষা দিচ্ছেন এটা রাষ্ট্রের সম্পদে পরিণত হচ্ছে। মানুষদেরকে সঠিক পথ দেখানোর যে যোগ্যতা আপনাদের আছে সেটা হয়তো সমাজের অনেকের এমনকি আমার মধ্যেও নেই তাই আপনারা মানুষকে একজন সৎ, ভালো, দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন।

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত আমি নারায়ণগঞ্জে অনুপস্থিত থাকার কারণে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে এরপরে ৫ আগস্ট  তারিখ পর্যন্ত আমি যথাসাধ্য চেষ্টা করেছি অপ্রীতিকর কোন ঘটনার যাতে না ঘটে এমনকি ৫ আগস্ট রাত ১ টা পর্যন্ত আমি অফিস করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হেফাজত, ইসলামী আন্দোলন এই সমস্ত নেতাদের সাথে কথা বলে সরকারি বিভিন্ন স্থাপনা রক্ষা করার পদক্ষেপ নিয়েছি আল্লাহর রহমতে যেকোনো জেলার থেকে নারায়ণগঞ্জে ওই সময় আইন-শৃঙ্খলার অবনতি অনেক কম হয়েছে। 

দুর্গাপূজার কথা উল্লেখ করে ডিসি বলেন, সামনের দুর্গাপূজাকে ব্যবহার করে অনেকে অনেক অঘটন ঘটিয়ে রাষ্ট্রকে দোষারোপ করতে পারে তারা অপপ্রচার চালাবে যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, তাই আপনারা আপনাদের মিম্বর থেকে ঘোষণা করবেন ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সাথে সহাবস্থানকে স্বীকৃতি দেয়। পাশাপাশি আপনারা তাদের নিরাপত্তার ব্যাপারেও খেয়াল রাখবেন। 

তিনি আরো উল্লেখ করেন, নারায়ণগঞ্জের ৫ আগস্ট এর পরে কোন মন্দিরে হামলা হয়নি। আপনাদের সকলের সম্মিলিত চেষ্টায় এটা সম্ভব হয়েছে।  

এ সময় ইসলামী ফাউন্ডেশনের ইমাম শিক্ষকরা তাদের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ। 

ইমাম ও শিক্ষকদের পক্ষে ইসলামী ফাউন্ডেশনের বেলাল বলেন, যদিও এখন আমরা বৈষম্যহীন রাষ্ট্রে বসবাস করছি তারপরও ইসলামী ফাউন্ডেশনের ইমাম শিক্ষকগণ বেতন ও অন্যান্য  ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, তাই আমরা আশা করব ডিসি মহোদয়ের হস্তক্ষেপে পর্যায়ক্রমে আমাদের এই বৈষম্য দূর হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জের ডিজি মোহাম্মদ জামাল উদ্দিন এবং ইসলামী  ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্রের ইমাম ও শিক্ষকবৃন্দ।