শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের কালিরবাজারে ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩১, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:১৩, ৭ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জের কালিরবাজারে ভয়াবহ আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলা পট্টিতে কয়েকটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১ টার পরে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, কালিরবাজারে একটি মসলার দোকানের আগুন লাগার পর সেখান থেকে পাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।