ফাইল ছবি
নারায়ণগঞ্জের কালীরবাজারে মসলা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের পোড়া আবর্জনা পরিষ্কারের কাজ করছে মানবিক সংগঠন টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা।
সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে কালীরবাজারের আবর্জনা পরিষ্কারে কাজ শুরু করেন তারা।
টিম খোরশেদের লীডার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমি দেশের বাইরে থাকলেও আমাদের স্বেচ্ছাসেবকরা বসে নেই। কালীরবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বয়াবসায়ীদের সর্বাত্মক সহায়তার চেনা করছে আমাদের স্বেচ্ছাসেবকরা। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট আবর্জনা পরিষ্কার করতে কাজ করছেন তারা।
এর আগে গত রোববার রাত সাড়ে এগারোটার দিকে কালীরবাজারের মসলা পট্টিতে আগুন লাগে। প্রায় দেড় ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে ত্রিশটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।