কালীরবাজার পরিদর্শনে ডিসি মাহমুদুল হক
নারায়ণগঞ্জে কালীরবাজারে মসলা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কালীরবাজার পরিদর্শনে যান তিনি।
এসময় পুরো বাজার ঘুরে দেখেন ডিসি। ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির কথা জানান জেলা প্রশাসককে। ব্যাবসায়ীদের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এর আগে গত রোববার রাত সাড়ে এগারোটার দিকে কালীরবাজারের মসলা পট্টিতে আগুন লাগে। প্রায় দেড় ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে ত্রিশটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।