বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মন্ডপে মন্ডপে বিষাদের সুর, ভক্তদের অশ্রুজলে বিদায় দেবী দুর্গার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৯, ১৩ অক্টোবর ২০২৪

মন্ডপে মন্ডপে বিষাদের সুর, ভক্তদের অশ্রুজলে বিদায় দেবী দুর্গার

প্রতিমা বিসর্জন

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে দুর্গা মাকে বিদায় বেলায় বিষাদের সুর বাজছে মন্ডপে মন্ডপে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে । এ উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মত নারায়ণগঞ্জেও চলছে প্রতিমা বিসর্জন।

রোববার (১৩ অক্টোবর) দুপুর থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষায়, বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শুরু হয়। চোখের জ্বলে ঢাক, ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা।  

নদী ঘেরা নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা এলাকায়ও প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। 

সনাতন ধর্ম মতে, আজ দশভুজা দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্গশিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার। তাই আবারও মর্ত্যলোকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানান।  

দুর্গা বিসর্জনের সব প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিপন সরকার শিপন। তিনি বলেন, প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন প্রতিমা বিসর্জনে সহায়তা করছে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মেডিক্যাল, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের টিমও রয়েছে।