মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যুব দিবসে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২০, ২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যুব দিবসে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ই.আ.ম মাসুদ মজুমদারের সভাপতিত্বে ও  সভায় আবৃত্তিশিল্পী সবুজ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নাছির আহমদ, নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম, জাগো ফাউন্ডেশনের সমন্বয়ক শাবরীনা মমতাজ,  আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেরুন নিছা মেহেরীন,সফল সংগঠক কাজী মোঃ ইমরুল কায়েস, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, সংগঠক বেলাল উদ্দিন সরকার তুহিন, সফল উদ্যোক্তা শাহজাহান সিরাজ, যুব উদ্যোক্তা  আবিদ হোসেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের চেয়ারম্যান নবী হোসেন, বিডি ক্লীন এর জেলা সমন্বয়ক এস এম বিজয়।
বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করার পর শহীদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়।
সফল আত্মকর্মী পুরস্কার গ্ৰহন করেন, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ মীযানুর রহমান,  ফয়সাল আহমেদ, মেহেরুন নেছা।
শ্রেষ্ঠ সংগঠনকের পুরস্কার গ্ৰহন করেন, মোহাম্মদ ইমরুল কায়েস, মোঃ নবী হোসেন, সোহেল রানা, এম এ মান্নান ভূঁইয়া।